মুগ্ধবাংলার নতুন সুবিধা কেমনভাবে অনলাইনে বই পড়ার সুবিধা দিতে পারে জানাতেই এই পোস্টটা করলাম! অনলাইনে এই কমিকসের শুধুমাত্র প্রচ্ছদ দেবার পরই মুলপাতায় চলে যাচ্ছি। কমিকসের গল্প ভিন্ন অন্য পাতাগুলো আপাতত বাদ দিচ্ছি!
ভিনগ্রহে বসতি স্থাপন করেছে মানুষ, অথচ পৃথিবীর সঙ্গে প্রায় একশ বছর যোগাযোগ বিচ্ছিন্ন। এমন অবস্থায় সমুদ্রের উপকুলে অবস্থিত একটা গ্রামে হঠাৎ নেমে এলো বিপর্যয়! আর সেই বিপর্যয় থেকে শুরু হল এক ছেলে আর মেয়ের নানা ভাগ্য-বিপর্যয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া ওই গ্রহের অদ্ভুত রহস্যের দিকে!
এইখানেই বলে রাখি, এই বইয়ের প্রচ্ছদ আমি এডিট করিনি!করেছেন রুপক ঘোষ!
#banglamax ভাই,,,শুধু একটা পেইজ!!!আপনি বলেছিলেন,প্রতিদিন একটা করে পেইজ আপলোড করা হবে।কিন্তু এতদিন পর্যন্ত কোনো নতুন পেইজ না আসার কারণে ভেবেছিলাম,পুরো কমিক্সটা একসাথে দিবেন।যাক,যতটুকু করেছেন তার জন্য ধন্যবাদ।তবে পরের পেইজ আপলোড করতে এত দেরি করবেন না কিন্তু।
দুঃখিত, আপাতত আপডেট দিতে পারছি না বলে । শারদীয়ার আকর্ষণ প্রকাশ করার জন্যে খুবই ব্যস্ত ।আশা করি অক্টোবর থেকে নিয়মিত আপডেট পাবেন ।
কিছুদিন থেকে শরীর ভালো যাচ্ছে না। শারদীয়া বের করার পর অনুবাদের কাজ কিছুই এগোতে পারছি না! এই দুই পাতা কোনোও মতে করলাম। সেই সঙ্গে সফটওয়ার আপগ্রেডের কাজ চালাচ্ছি একটু একটু করে। আশা করি অবস্থাটা বুঝে মাফ করবেন। অন্যদিকে শরদিন্দু যে কি করছে জানি না। যোগাযোগ হচ্ছে না ওর সঙ্গে কিছুদিন থেকে। আশা করি ভালো কিছু আনবে আপনাদের জন্য।
এই কমিক্স পড়া শেষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু নতুন অনুবাদ পাচ্ছিনা আশাকরি বাংলাম্যাক্স ভাই বিষয়টা একটু খেয়াল করবেন...